সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজ

শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও উন্নয়ন চিন্তা বাড়াতে হবে

প্রকাশ: জুলাই ০২, ২০২০

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) মতো এমন সংকটে আগামী দিনে নিজেদের মেলে ধরতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই মানসিক দৃঢ়তা, প্রযুক্তিগত জ্ঞান উন্নয়ন চিন্তা বাড়ানোর দিকে আরো বেশি মনোযোগী হতে হবে বলে মনে করেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা গত মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে চতুর্থ বোর্ড অব ট্রাস্টিজের দ্বিতীয় সভায় এমন কথা বলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট বোর্ড সদস্যরা

করোনা পরিস্থিতিতে সিআইইউর আগামী দিনের পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ তিনি বলেন, যেকোনো মহামারী কিংবা সংকটের শেষ আছে করোনা অন্যান্য সেক্টরের মতো শিক্ষায়ও প্রভাব বিস্তার করছে শিক্ষা কার্যক্রম চালু রাখতে তাই অনলাইনের পাশাপাশি টেকসই বিকল্প পথ তৈরির এখনই সময়

বৈঠকে সিআইইউ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এরই মধ্যে পরলোক গমনকারীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয় পাশাপাশি সারা দেশে যারা বর্তমানে করোনায় আক্রান্ত, তাদের সুস্থতা কামনা করা হয়

সভায় সিআইইউর ২০২০-২১ অর্থবছরের বাজেট, সংকট চলাকালীন গবেষণা শিক্ষা কার্যক্রম সচল রাখা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, অনলাইন ক্লাস নিয়মিত চালু রাখাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়

ভার্চুয়াল সভায় ট্রাস্টি সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৈয়দ মাহমুদুল হক, কাইয়ুম খান, ইসমাইল দোভাষ, প্রকৌশলী আলী আহমেদ, দিলরুবা আহমেদ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, নাদের খান, সাফিয়া গাজী রহমান, আমিনুর রেজা খান, লুেফ এম আইয়ুব, মো. আমিনুজ্জমান ভূঁইয়া, সিআইইউর বর্তমান ভাইস চ্যান্সেলর বিওটির সাবেক অফিসিও মেম্বার . মাহফুজুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বোর্ড সেক্রেটারি আনজুমান বানু লিমা প্রমুখ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫