উন্নত চিকিৎসায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেবে পরিবার

প্রকাশ: জুলাই ০১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বণিক বার্তাকে বলেন, তার তার শারীরিক অবস্থা আগের মতোই আছে। এখনও তেমন পরিবর্তন হয়নি। আমরা আগামীকাল বা পরশু থাইল্যান্ডে রওনা করতে পারবো ইনশাআল্লাহ। বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করাবো।

মুজিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে কথা হবে। সেখানে অনুমোদন পেলে কাল বা পরশু থাইল্যান্ডে নিয়ে যাবো। 

তিনি জানান, এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন দিনগত রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপনারা ওনার জন্য দোয়া করবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫