আটকে পড়া ১৫২ বাংলাদেশীকে আবুধাবী থেকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

প্রকাশ: জুলাই ০১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯ এর কারণে আবুধাবীতে আটকে পড়া ১৫২ বাংলাদেশীকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট। আজ বুধবার ১ জুলাই, আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ২টায় ১৫২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং বাংলাদেশ সময় সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাস বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারনে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলো বহু সংখ্যক বাংলাদেশী। বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবী থেকে আজ 

আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতিমধ্যে ইউএস-বাংলা কভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী ও দুবাইতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫