ঢাকা ওয়াসার নিরবচ্ছিন্ন পানি সরবরাহের প্রশংসায় এডিবি

প্রকাশ: জুলাই ০১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর মধ্যে রাজধানীতে ২৪ ঘণ্টা পানি সরবরাহ করায় ঢাকা ওয়াসার ভূয়সী প্রশংসা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) গত সোমবার এডিবি হেড কোয়ার্টার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে আয়োজিত এক অনলাইন কর্মশালায় অলোচকরা ঢাকা ওয়াসার নিরবচ্ছিন্ন পানি সরবরাহ সেবা নিয়ে প্রশংসা করেন

বৈশ্বিক মহামারী করোনা সংকটে ঢাকা ওয়াসা নির্বিঘ্নে পানি সরবরাহ করার সফলতার অভিজ্ঞতা শেয়ারের লক্ষ্যে কর্মশালার আয়োজন করে এডিবি কর্মশালায় এডিবির পানি বিশেষজ্ঞরা এবং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, শ্রীলংকা, ভারত, নেপাল, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের ১৬০ জন প্রতিনিধি অনলাইন কর্মশালায় অংশগ্রহণ করেন

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় পানি সরবরাহ করা ঢাকা ওয়াসাসহ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে একটি বড় চ্যালেঞ্জ হওয়া সত্ত্বেও যথেষ্ট দক্ষতার সঙ্গে তারা তা মোকাবেলা করছে

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম খান কর্মশালায় সংকটময় পরিস্থিতিতে ঢাকা ওয়াসার পানি সরবরাহ অভিজ্ঞতা শেয়ার করে মূল বক্তব্য উপস্থাপন করেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫