মে মাসে জাপানের শিল্প উৎপাদন সাত বছরের সর্বনিম্নে

প্রকাশ: জুলাই ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

গত মে মাসে জাপানের শিল্প উৎপাদন অন্তত সাত বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে নভেল করোনাভাইরাস মহামারীর কারণে বৈশ্বিক অভ্যন্তরীণ চাহিদায় প্রভাব ফেলেছে এবং সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ায় এমনটা হয়েছে বলে মঙ্গলবার প্রকাশিত সরকারি উপাত্তে তথ্য উঠে এসেছে খবর কিয়োদো

জাপানের অর্থ, বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এক প্রাথমিক প্রতিবেদনে জানায়, গত মে মাসে কারখানা খনিগুলোর মৌসুমভিত্তিক সমন্বয়কৃত উৎপাদন সূচক পূর্ববর্তী মাসের চেয়ে দশমিক শতাংশ কমে ৭৯ দশমিক পয়েন্টে দাঁড়িয়েছে ২০১৩ সালের জানুয়ারি থেকে উপাত্ত রাখা শুরুর পর যা সর্বনিম্ন

নভেল করোনাভাইরাস মহামারীর ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিটির ওপর দিয়ে ঝড় বয়ে গেছে গত এপ্রিলের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী শিনজো আবে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করায় সবাইকে ঘরে অবস্থান করতে হয় এবং অনেক ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়

মে মাসের দুর্বল শিল্প উৎপাদনের পেছনে গাড়ি শিল্পে পতন ভূমিকা রেখেছে এপ্রিলের তুলনায় মে মাসে গাড়ি গাড়ির যন্ত্রাংশ উৎপাদন ২৩ দশমিক শতাংশ কমেছে মেশিনারি ইস্পাত নির্মাতাদের শিল্প উৎপাদনেও উল্লেখযোগ্য পতন হয়েছে 

ম্যানুফ্যাকচারারদের একটি জরিপে পূর্বাভাস দেয়া হয়েছে যে জুনে উৎপাদন দশমিক শতাংশ এবং জুলাইয়ে দশমিক শতাংশ বাড়বে তবে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, সেখানে রকম অতি আশাবাদী পূর্বাভাসের ব্যাপারে সতর্ক থাকার কথা বলছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, ধরনের পূর্বাভাসে সাধারণত ইতিবাচক ছবি আঁকা হয় তবে শিগগিরই উৎপাদন চাঙ্গা হবেএমনটা কল্পনা করা কঠিন

নরিনচুকিন রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য অর্থনীতিবিদন তাকেশি মিনামি বলেন, মহামারীর অর্থনৈতিক প্রভাব চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধেও বহাল থাকবে চাহিদায় এমন শ্লথগতি বহাল থাকলে আরো অধিক ব্যবসাপ্রতিষ্ঠানের আয় সংকুচিত হবে এবং হয় তারা দেউলিয়া হয়ে যাবে বা বড় আকারে কর্মী ছাঁটাইয়ে যাবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫