করোনা পরীক্ষার ফি বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

প্রকাশ: জুলাই ০১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

নভেল করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করা হয়েছে গতকাল বেলা ১১টার দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়

নগরীর ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয় এরপর সেখানে সমাবেশ করা হয়

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন সমাবেশ সঞ্চালনা করেন বাসদের জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী

এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ সোনারগাঁ টেক্সটাইল মিলের শ্রমিক নেতা নুরুল হক

সমাবেশে বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন বলেন, দেশে একদিনে সর্বোচ্চ চার হাজার মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে মহামারী আকারে বিস্তার ঘটেছে করোনার অবস্থায় করোনাভাইরাস পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে সরকার এতে সরকারের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে যেসব দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে পেরেছে, সেসব দেশে ঘরে ঘরে গিয়ে বিনা মূল্যে নমুনা সংগ্রহ পরীক্ষার ব্যবস্থা ছিল আর আমাদের সরকার উল্টো পথে হাঁটছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫