১ জুলাইয়ের মধ্যে ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবি

প্রকাশ: জুন ৩০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি যশোর

ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবিতে যশোরে মানববন্ধন করেছেন যশোরের আইনজীবীরা গতকাল যশোর জেলা দায়রা জজ আদালত ভবনের সামনে তারা মানববন্ধন করেন

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুরের নেতৃত্বে মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নেন

আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে আইনজীবী নেতারা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তিন মাস ধরে আদালতের কার্যক্রম বন্ধ সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজিস্টিক সাপোর্টসহ নানা সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে ফলে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে অবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান তারা

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর বলেন, সরকার যে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম চালু করেছে, এতে সাধারণ মানুষ ন্যায়বিচার পায় না কোনো সিভিল মামলা দাখিল হচ্ছে না ভার্চুয়াল কোর্ট পরিচালনা করার জন্য সবার কাছে প্রযুক্তিগত সুবিধা নেই আর যারা কোর্টে অংশ নিচ্ছেন তাদের আলাপচারিতাও সঠিকভাবে হচ্ছে না অবস্থায় মানুষের আইনি অধিকার ফিরিয়ে দিতে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫