সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

প্রকাশ: জুন ৩০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি সাতক্ষীরা

জলাবদ্ধতায় নাকাল সাতক্ষীরা পৌরবাসী পৌরসভার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবং সরকারি খাল পানি নিষ্কাশনের পথ দখল করে অপরিকল্পিত মাছের ঘের স্থাপনের ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয় অবস্থা থেকে মুক্তি পেতে শহরের ইটাগাছা এলাকায় বসবাসকারীরা গতকাল বেলা ১১টায় মানববন্ধন করেন

সময় জলাবদ্ধতায় নাগরিকদের দুর্দশার চিত্র তুলে ধরে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা, কামালনগর, বদ্দিপুর, পুরাতন সাতক্ষীরা, ঘুড্ডির ডাঙ্গি, রসুলপুর, মেহেদিবাগ, বকচরা, সরদারপাড়া, পলাশপোলসহ জেলার বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ খাল দখল, নদী ভরাটের কারণে বন্ধ হয়ে গেছে পানি অপসারণ ব্যবস্থা ফলে কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পুরো এলাকা

অন্যদিকে চারদিকে পানি জমে থাকায় শহরবাসী আছেন ডেঙ্গু আতঙ্কে এছাড়া অনেক কাঁচা ঘর ধসে পড়ার উপক্রম হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫