২০২১ সালে অলিম্পিক চায় না টোকিওর অর্ধেক মানুষ

প্রকাশ: জুন ৩০, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের কারণে বছর টোকিও অলিম্পিক গেমস স্থগিত হয়ে গেছে নতুন সূচিতে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ পিছিয়ে আগামী বছর (২৩ জুলাই- আগস্ট) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নিয়ে টোকিওতে পরিচালিত এক জরিপের ফল সোমবার প্রকাশিত হয় তাতে দেখা যায়, টোকিওর অর্ধেকেরও বেশি মানুষ মনে করে, করোনাভাইরাসের কারণে এটি ২০২১ সালে আয়োজন করা উচিত নয় কিংবা একেবারেই বাতিল করা উচিত

জরিপ চালিয়েছে জাপানের দুটি সংবাদমাধ্যম যদিও বিশেষজ্ঞরা আগেই সতর্ক করে দিয়ে বলেছেন, গেমসের নিরাপত্তার জন্য এটি শুধু এক বছর পেছানোটা যথেষ্ট নাও হতে পারে

জরিপে অংশ নেয়া ৫১ দশমিক শতাংশ টোকিওবাসী চায়, গেমসটি যেন আরেকবার স্থগিত করা হয় কিংবা এটি একেবারেই বাতিল করা হয় আবার ৪৬ দশমিক শতাংশ টোকিওবাসী চায়, নতুন সূচিতে ২০২১ সালেই যেন এটি অনুষ্ঠিত হয়

২৭ দশমিক শতাংশ মানুষ গেমসটি একেবারেই

বাতিল চায়, আবার ২৪ শতাংশ মানুষ আরেকবার এটির স্থগিত চায়

গত ২৬-২৮ জুন কিওদো নিউজ টোকিও এমএক্স পরিচালিত জরিপে অংশগ্রহণকারী হাজার ৩০ জন টোকিওবাসী টেলিফোনে মতামত প্রকাশ করেছে

যারা বলছে, ২০২১ সালেই গেমস হওয়া উচিত তাদের মধ্যে ৩১ দশমিক শতাংশ মনে করে, গেমসকে ছোট করে আনতে হবে খেলা হওয়া উচিত দর্শকহীন মাঠে আবার ১৫ দশমিক শতাংশ মনে করে, একবারে পরিপূর্ণ অলিম্পিকই হওয়া উচিত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ মাসে টোকিও অলিম্পিক স্থগিত করা হয়

ব্যাংকক পোস্ট


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫