আফগানিস্তানে গবাদি পশুর হাটে রকেট বিস্ফোরণে নিহত ২৩

প্রকাশ: জুন ৩০, ২০২০

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ আফগানিস্তানে একটি গবাদি পশুর হাটে রকেট বিস্ফোরণে অন্তত ২৩ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার তালেবান কর্তৃপক্ষ। হেলমান্দ প্রদেশে সোমবারের ঘটনায় আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। খবর রয়টার্স।

সানগিন জেলায় গবাদি পশুর ওই সাপ্তাহিক হাটে আশপাশের জেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ ভেড়া ছাগল কেনাবেচার জন্য জড়ো হয়েছিল। আর সময়ই রকেট হামলার ঘটনা ঘটে। তবে হামলার জন্য তালেবান আফগান সরকার পরস্পরকে দোষারোপ করছে।

হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র জানান, তালেবান বিদ্রোহীদের নিক্ষিপ্ত বেশ কয়েকটি রকেট ওই উন্মুক্ত হাটের খুব কাছে বিস্ফোরিত হয়। এতে ২৩ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানান তিনি। অন্যদিকে বেসামরিক মানুষকে হত্যার দায় সরকারের ওপর চাপিয়েছে তালেবান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে তালেবানদের নিক্ষিপ্ত মর্টার শেল বিস্ফোরণে পূর্ব আফগানিস্তানের একটি গ্রামে একই পরিবারের পাঁচ শিশুর মৃত্যু হয়েছিল। শুক্রবার পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত প্রদেশের দ্বামান্দা জেলার একটি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫