বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কুমিল্লায় পুলিশ পরিদর্শকসহ গ্রেফতার ৫

প্রকাশ: জুন ২৬, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ঘটনায় শহিদুর রহমান নামে সিআইডি পুলিশের এক পরিদর্শক রাকিবুল হাসান নামে ট্যুরিস্ট পুলিশের এক দারোগাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব- উত্তরা ঢাকার একটি দল গত বুধবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনায় র‌্যাব বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করে। 

র‌্যাব- সূত্র মামলার বিবরণ থেকে জানা গেছের‌্যাবে একটি দল গত বুধবার গভীর রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে  প্রাইভেট কার থেকে ১৮ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল নয়টি মোবাইল ফোন উদ্ধার করে। ঘটনায় আরিফুল ইসলামজামাল হোসেন, শাহ আলমরাকিবুল হাসান  শহীদুর রহমানকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে শহীদুর রহমান ময়মনসিংহ সিআইডি পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান গাজীপুর টঙ্গী ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক পদে কর্মরত। গ্রেফতারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়ে মন্তব্য জানতে দাউদকান্দি মডেল থানার ওসির সরকারি মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫