নর্থ মেসিডোনিয়ায় ৬৪ বাংলাদেশী আটক

প্রকাশ: জুন ২৪, ২০২০

বণিক বার্তা অনলাইন

দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান রাষ্ট্র নর্থ মেসিডোনিয়ায় গ্রিস সীমান্তবর্তী একটি হাইওয়েতে একটি ট্রাক থেকে অভিবাসীকে আটক করা হয়েছে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গত সোমবার নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশী বলেও খবরে বলা হয়েছে।

নর্থ মেসিডোনিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আটক অভিবাসীদের সীমান্তের কাছে গেভেগেলিজা নামে একটি শহরে স্থানান্তর করা হয়েছে। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

প্রতিবেশী যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে মেসিডোনিয়া হয়ে ইউরোপে প্রবেশে মানবপাচারকারীদের কাছে জনপ্রিয় একটি রুট। এটিকে বলা হয়ে থাকে, ‘বলকান অভিবাসন রুট’, তবে এটি ২০১৫ সাল থেকে বন্ধ। তাছাড়াও করোনা মহামারীর কারণে বন্ধ রয়েছে গ্রিস ও নর্থ মেসিডোনিয়া সীমান্তও। তবে স্থানীয় পুলিশ বলছে, সীমান্ত বন্ধ হলেও মানবপাচারকারীরা এখনও সক্রিয়।

সূত্র:  এপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫