সীমান্ত থেকে সেনা সরাতে ভারত-চীন সমঝোতা

প্রকাশ: জুন ২৪, ২০২০

বণিক বার্তা ডেস্ক

লাদাখের গালওয়ান উপত্যকার বিতর্কিত সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর বিষয়ে ভারত চীনের সামরিক কমান্ডারদের মধ্যে সমঝোতা হয়েছে। সোমবার দুই পক্ষের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রায় ১১ ঘণ্টা ধরে চলা বৈঠকে সমঝোতা হয়। ভারতের সরকারি সূত্রগুলো তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ‘পূর্ব লাদাখের সবগুলো সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। উভয়পক্ষই তা বাস্তবায়ন করবে।

গত সপ্তাহে হিমালয়ের পশ্চিমাংশে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সেনাদের হাতাহাতি সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত অন্তত ৭৬ জন আহত হন। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, ওই ঘটনায় চীনেরও সেনা হতাহত হয়েছেন। তবে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এরপর থেকে লাদাখ সীমান্তের বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছিলেন। বিরাজমান উত্তেজনা কমিয়ে আনতে উভয়পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা বৈঠকে বসেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫