লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে পিডিবির কর্মকর্তার মৃত্যু

প্রকাশ: জুন ২৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন (৫৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর শাখার উচ্চমান সহকারী। গতকাল সোমবার (২২ জুন) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

নিহত আনোয়ার হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ বাঞ্চানগর গ্রামের আলি আজমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। তিনি বলেন, করোনা উপসর্গ- জ্বর, সর্দি, কাঁশি ও শ্বাস কষ্টসহ হার্ড জনিত সমস্যা নিয়ে ওই ব্যক্তি সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। রাত ৯টার দিকে অসুস্থতা বেড়ে তিনি মার যান।

এঘটনায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫