বর্ণবাদবিরোধী বিক্ষোভ

ফেসবুকে বিদেশী কারো হস্তক্ষেপ ঘটেনি

প্রকাশ: জুন ০৯, ২০২০

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভ ঘিরে প্লাটফর্মে বিদেশী হস্তক্ষেপ দেখা যায়নি বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বৈশ্বিক সোস্যাল মিডিয়া জায়ান্টটির সাইবার নিরাপত্তা নীতি বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেইচার এমন দাবি করেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্রয়েডের মৃত্যু ঘিরে চলমান বিক্ষোভ বিষয়ে ফেসবুকে বিদেশী হস্তক্ষেপ ঘটেছে মন্তব্য করার পর নিজেদের পর্যবেক্ষণের তথ্য জানাল ফেসবুক কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

নাথানিয়েল গ্লেইচার বলেন, বর্ণবাদবিরোধী বিক্ষোভ ঘিরে ফেসবুক প্লাটফর্মে সক্রিয় নজরদারি রাখা হয়েছে এবং এখন পর্যন্ত বিষয়টি ঘিরে প্লাটফর্মে কোনো ধরনের বিদেশী হস্তক্ষেপ কিংবা বিক্ষোভকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সংঘটিত হওয়া বা অসদাচরণ চোখে পড়েনি। আমরা কোনো পরিষ্কার প্রমাণ ছাড়াই বিদেশী হস্তক্ষেপের বিষয়টির ইতি টানার জন্য সতর্ক করতে চাইছি।

এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছিলেন, বর্ণবাদবিরোধী বিক্ষোভ ঘিরে বেশকিছু বিদেশী গ্রুপ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মতো ভ্রান্ত তথ্য ছড়ানোর ক্যাম্পেইন শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের সামাজিক বিভক্তি বাড়াচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মারা যান। এরপর থেকেই পুরো যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদ।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫