পাহাড়ধস

রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতার সাইনবোর্ড

প্রকাশ: জুন ০৫, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে পাহাড়ধসের আশঙ্কা আছে এমন এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এসব সাইনবোর্ড স্থাপন করা হয়। একই সঙ্গে স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়েছে সচেতনতামূলক লিফলেট।

সাইনবোর্ড স্থাপনের সময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ, মো. ইসলাম উদ্দিন, মো. বোরহান উদ্দিন মিঠু রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর রবি মোহন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হিসেবে আমরা জেলা শহরে পাহাড়ধসের ঝুঁকি আছে এলাকায় সাইনবোর্ড স্থাপন করেছি। এছাড়া জনসাধারণকে সচেতন করতে আশ্রয়কেন্দ্রের নামসহ প্রচারপত্র বিলি করছি, যাতে মানুষ বিপদে পড়লে নিরাপদ স্থানে সরে যেতে পারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫