চীনের প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মীর ছুরি হামলায় আহত ৩৯

প্রকাশ: জুন ০৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

চীনে দক্ষিণাঞ্চলীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মীর ছুরি হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৭ জন খুদে শিক্ষার্থী বাকি দুজন প্রাপ্তবয়স্ক। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে তথ্য নিশ্চিত হয়েছে। খবর ডয়েচে ভ্যালে।

চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুয়াংঝি প্রদেশের উঝু শহরের ওয়াংফুতে অবস্থিত সেন্ট্রাল প্রাইমারি স্কুলে হামলার ঘটনা ঘটে। স্কুলে সাধারণত যে সময়টাতে শিশুরা পৌঁছায়, সে সময় হামলাটি হয়েছে। পুলিশ ৫০ বছর বয়সী হামলাকারী লি জিয়াওমিনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সরকার বলছে, শিশুরা বড় কোনো ধরনের ঝুঁকিতে নেই, তবে ছুরি হামলায় দুই প্রাপ্তবয়স্কের জখম গুরুতর। চীনের অপর একটি বার্তা সংস্থা ডিপিএ বলছে, আহত দুই প্রাপ্তবয়স্ক হচ্ছে স্কুলটির প্রিন্সিপাল অপর এক নিরাপত্তাকর্মী।

ঘটনাস্থলে থাকা আহত শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, আহত শিশুদের বেশির ভাগের বয়স ছয় বছরের মধ্যে। চীনে কঠোর আগ্নেয়াস্ত্র নীতির কারণে বেশির ভাগ হামলার ঘটনা ছুরি বা ঘরে তৈরি বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে হয়ে থাকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫