টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ভেকু জ্বালিয়ে ধ্বংস

প্রকাশ: জুন ০৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮০ লাখ টাকা মূল্যের দুটি এস্কেভেটর ভেকু (খননযন্ত্র) জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে। 

গতকাল বুধবার দুপুরে কালিহাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপার নেতৃত্বে কালিহাতী উপজেলার এলেঙ্গা লৌহজং নদীর বাঁশি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ধ্বংস করা হয়।

এবিষয়ে শামীম আরা নীপা জানান, সরকার ও জনগণের স্বার্থ রক্ষার্থে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি এস্কেভেটর ভেকু ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫