বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন জাকীর হোসেন

প্রকাশ: জুন ০৪, ২০২০

বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের উপমহাব্যবস্থাপক শেখ জাকীর হোসেন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন। তাকে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

শেখ জাকীর হোসেন ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ- খুলনা অফিসের বৈদেশিক মুদ্রানীতি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে দাপ্তরিক প্রয়োজনে তিনি সিঙ্গাপুরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন মেয়াদে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, খুলনার সভাপতি সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ব্যাংক কর্মচারী ঋণদান সমবায় সমিতি, খুলনার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে একজন ক্রীড়াবিদ সংগঠক হিসেবে তিনি অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫