করোনার ভয়ে ইংল্যান্ড সফরে যাবেন না ৩ ক্যারিবীয় ক্রিকেটার

প্রকাশ: জুন ০৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের ভয়ে আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবেন না ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। ব্যাটসম্যান শিমরন হেটমায়ের, ড্যারেন ব্রাভো ও অলরাউন্ডার কিমো পল ২৫ জনের স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। 

তিন টেস্টের সিরিজটা ৪ জুন শুরু হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারীর কারণে তা পিছিয়ে আগামী মাসে নেয়া হয়েছে। ৮ জুলাই শুরু হবে সিরিজটি। তিনটি টেস্টই হবে দর্শকহীন মাঠে। 

৯ জুন ইংল্যান্ডের মাটিতে পা রাখবেন ক্যারিবীয় ক্রিকেটাররা। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব পার করতে হবে তাদের, এরপর অনুশীলন শুরু হবে। 

৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে প্রথম টেস্ট। ওল্ড ট্র্যাফোর্ডে পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ১৬ ও ২৪ জুলাই। 

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলতি সপ্তাহে ক্রিকেটারদের করোনাভাইরাস টেস্ট করা হবে এবং ৮ জুন চার্টার্ড বিমানে করে দলটি ইংল্যান্ড যাবে। এ সফরের জন্য ১৪ সদস্যের মূল স্কোয়াডের সঙ্গে ১১ জনের রিজার্ড স্কোয়াডও নিয়ে যাবে ক্যারিবীয়রা। রিজার্ড খেলোয়াড়রা ইংল্যান্ডে অনুশীলন করবেন, দলের কেউ অসুস্থ হলে এখান থেকে সেই শূন্যতা পূরণ করা হবে। 

সূত্র: বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫