কভিড-১৯ আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

প্রকাশ: জুন ০১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার (১ জুন) তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে। 

তিনি বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করে দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে তিনি জানান, চার দিন আগে পরিবারের সবাই বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষা করিয়েছে। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তার বাবা শারীরিক দুর্বলতা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। আজকেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা।

জয় জানান, আপাতত তার বাবাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেই রাখা হবে। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হবে। মোহাম্মদ নাসিমের শ্বাসকষ্ট না থাকলেও প্রস্রাবে সমস্যা রয়েছে বলেও জানান তিনি।

>> হাসপাতালে ভর্তি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫