দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশ: জুন ০১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে জসিম উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশী যুবককে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গতকাল রোববার বিকেলে দেশটির আমটাটা শহরে ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিনের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামে। নিহতের বাবা আবদুর রব গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত এক যুগেরও বেশি সময় ধরে তার দুই ছেলে জসিম উদ্দিন ও নাছির উদ্দিন দক্ষিণ আফ্রিকায় মুদি ব্যবসা করে আসছে। গতকাল রোববার বিকালে দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে কয়েকজন সন্ত্রাসী জসিমের গতিরোধ করে। কথাকাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা জসিমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়ে মরদেহ রাস্তার পাশে ফেলে যায়।

এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, উপজেলার পালিগিরি গ্রামের এক যুবক দক্ষিণ আফ্রিকায় নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫