গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

প্রকাশ: জুন ০১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নুরুল হক নামে (২৫) এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, ওই যুবক মাদক ব্যবসায়ী ছিলেন। আজ সোমবার (১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টেকনাফ থেকে ট্রাকে করে মাদকের একটি বড় চালান আসছে, এমন খবরে তেতুইবাড়ী এলাকাতে চেকপোস্ট বসায় র‌্যাব। ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং ট্রাকে অবস্থানরত অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ৩-৪ জন পালিয়ে যান।

নুরুল হককে কক্সবাজারের উখিয়ার শীর্ষ মাদক কারবারী দাবি করে তিনি আরো বলেন, এতে নুরুল হক গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে ওই ট্রাকটি তল্লাশি করে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১০ হাজার একশ টাকা উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫