নওগাঁ বিসিকে উৎপাদন হচ্চে দৈনিক ২০ হাজার লিটার ভোজ্যতেল

প্রকাশ: জুন ০১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও নওগাঁ বিসিক শিল্পনগরীতে স্থাপিত চারটি অটো অয়েল মিল চালু রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

অয়েল মিলগুলো পুরোদমে উৎপাদন অব্যাহত রয়েছে জানিয়ে বিসিক বলেছে, মিলগুলোতে দৈনিক ২০ হাজার লিটার ভোজ্য তেল এবং ৩৬ হাজার কেজি খৈল উৎপাদিত হচ্ছে।

আজ সোমবার (১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘অত্যন্ত মানসম্মত এই ভোজ্য তেল দেশের বিভিন্ন এলাকায় বিপণনের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও রপ্তানি হচ্ছে। মিলগুলোতে উৎপাদিত খৈল স্থানীয় পর্যায়ে পশু খাদ্যের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম জানান, 'স্বাস্থ্যবিধি মেনে ২৪ ঘণ্টাই অটো অয়েল মিলগুলো তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনাকালে বাজারে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে এসব কারখানার অবদান প্রশংসা করার মতো। পাশাপাশি উৎপাদিত তেল ও খৈল স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও রফতানি হচ্ছে'।

বিসিক জানিয়েছে, প্রধান কার্যালয়ের নির্দেশনায় গঠিত মনিটরিং টিম এসকল কারখানা নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মনিটরিং টিমের সদস্যরা কারখানার শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন: মাস্ক, গ্লাভস, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে ইত্যাদির ব্যবস্থা  নিশ্চিত করে উৎপাদন কাজ অব্যাহত রাখতে প্রতিটি শিল্প মালিককে নির্দেশনা দিচ্ছেন। নিয়মিত ও আকস্মিক কারখানা পরিদর্শনের মাধ্যমে এগুলো নিশ্চিত করতে তারা তদারকিও অব্যাহত রেখেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫