জাপানের বেশির ভাগ অংশেই ব্যবসা কার্যক্রম চালু হচ্ছে

প্রকাশ: জুন ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মহামারী ঠেকাতে নেয়া দেশব্যাপী জরুরি অবস্থা প্রত্যাহারের ফলে বেশির ভাগ প্রতিষ্ঠানই তাদের ব্যবসা কার্যক্রম শুরু করেছে। আর যেগুলো এখনো শুরু করেনি, তারা শিগগিরই শুরু করতে যাচ্ছে। জাপানের সংবাদ সংস্থা কিয়োদোর এক জরিপে তথ্য উঠে এসেছে। খবর জাপান টুডে।

নভেল করোনাভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে ৪৫টিই ব্যবসায় কার্যক্রম বন্ধের অনুরোধ করেছিল। কিন্তু কিয়োদোর সর্বশেষ জরিপে দেখা গেছে ৩৮টি প্রিফেকচার এরই মধ্যে বিধিনিষেধ প্রত্যাহার করেছে বা আগামী সোমবারের মধ্যে তা প্রত্যাহার করতে যাচ্ছে।

তবে বাকি সাতটি প্রিফেকচার লকডাউন বিধিনিষেধ বহাল রাখবে, বিশেষ করে কনসার্ট ভেনু, খেলার মাঠ অন্যান্য জায়গায় যেখানে অধিকসংখ্যক মানুষ জমায়েতের সম্ভাবনা থাকে। সাতটি প্রিফেকচারই ধাপে ধাপে বিধিনিষেধ প্রত্যাহারের কথা জানিয়েছে। প্রিফেকচারগুলো হচ্ছেটোকিও, ইবারাকি, সাইতামা, চিবা, ইয়ামানাশি, গিফু ফুকুওয়াকা। এদের মধ্যে ফুকুওয়াকা সোমবার লকডাউন প্রত্যাহারের কথা জানিয়েছে, তবে কিতাকিয়ুশু শহরে তা বহাল রাখবে। কারণ সেখানে গত সপ্তাহে নতুন করে কভিড-১৯ সংক্রমণের হার বেড়েছে।

গত সোমবার জাপানের প্রধানমন্ত্রী দেশজুড়ে জরুরি অবস্থা প্রত্যাহার ঘোষণা করেন। কিন্তু দেশটির বিভিন্ন অংশে ভাইরাসটিতে সংক্রমণের ভয় জেঁকে বসেছে। টোকিও নগর কর্তৃপক্ষ বলছে, শুক্রবার রাজধানীতে ২২ জন নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। কিন্তু জরুরি অবস্থা প্রত্যাহার ঘোষণার আগে দৈনিক সংক্রমণের হার দুজনে নেমে এসেছিল।

টোকিওর গভর্নর ইউরিকো কইকে বলেন, টোকিও ব্যবসায় বিধিনিষেধ প্রত্যাহারের দ্বিতীয় ধাপে প্রবেশ করছে, যেখানে সিনেমা জিমগুলো চালু হচ্ছে। তবে পাচিনকো পার্লার, ক্যারাওক বক্স গেম আর্কেডের মতো অবকাশ সুবিধাগুলো বন্ধ থাকবে এবং লকডাউন নীতিমালা শিথিলের তৃতীয় ধাপে চালু হবে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫