তুরস্কে আজ চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

প্রকাশ: জুন ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

দীর্ঘ সময় বন্ধ থাকার পর নতুন করে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। আজ দেশটির অভ্যন্তরীণ ফ্লাইট ফের চালু হচ্ছে। শনিবার তুরস্কের পরিবহন অবকাঠামো মন্ত্রী আদিল কারাইসমাইলোগলু বলেন, ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে নেয়া বিধিনিষেধ শিথিল স্বাভাবিক কার্যক্রমে ফেরার অংশ হিসেবে জুন থেকে দেশের অভ্যন্তরে ফ্লাইট চালু করা হবে। খবর আনাদোলু।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ইস্তাম্বুুল থেকে শুধু আঙ্কারা, ইজমির আন্তালিয়ার মতো প্রধান শহর এবং ত্রাবজোন প্রদেশে ফ্লাইট চলবে। পরবর্তীতে অন্য শহরেও ফ্লাইট চালু করা হবে ধাপে ধাপে।

এদিকে কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে তুরস্কে বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত দেশটিতে কভিড-১৯ আক্রান্ত সুস্থ হয়েছে লাখ ২৫ হাজার ৯৬৩ জন। সব মিলিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছে লাখ ৬২ হাজার ১২০ জন। মারা গেছে হাজার ৪৮৯ জন।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫