কভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাবি অধ্যাপকের মৃত্যু

প্রকাশ: মে ৩১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ মারা গেছেন। আজ রোববার রাতে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ওই অধ্যাপক কভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউ, ভেন্টিলেশন আর সব ধরনের চিকিৎসা সুবিধার সঙ্গে তাকে তিন দিন আগে প্লাজমা থেরাপিও দেয়া হয়। কিন্তু তাতেও বাঁচানো সম্ভব হয়নি।

অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আবুল খায়ের ভবনে থাকতেন। তার এক প্রতিবেশী শিক্ষক বণিক বার্তাকে বলেন, গত ২৩ মে স্যারের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়। এর পরের দিনই স্যারকে গ্রীন লাইফে ভর্তি করানো হয়। তবে এর পাঁচ-ছয় দিন আগে থেকেই উনি অসুস্থ ছিলেন। উনি আক্রান্ত হওয়ার পর থেকেই আমাদের ভবন লকডাউন করে দেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫