সাবেক ইউপি চেয়ারম্যানের ১১ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ, মামলা

প্রকাশ: মে ৩১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডা থানার বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।  

আজ রোববার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে দুদক সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। 

মামলার অভিযোগে বলা হয়, জাহাঙ্গীর আলম অবৈধ উপায়ে ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৪৪৪ টাকা সমমূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ নিজ নামে অর্জন করেছেন। তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ২৮ লাখ ৬১ হাজার ৪২৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অর্জিত সম্পদ সম্পর্কে তথ্য গোপন করে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলমের নামে সম্পদ বিবরণী নোটিশ  জারি করা হয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি একই বছরের ৩১ অক্টোবর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। দুদকের দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদন সাপেক্ষে আজকে মামলাটি দায়ের করা হলো।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫