বাড়েনি লঞ্চের ভাড়া টিকিট বিক্রি শুরু

প্রকাশ: মে ৩১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

বরিশাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী লঞ্চের ভাড়া বাড়ানো হয়নি। গতকাল থেকে বিভিন্ন কাউন্টারে এসব লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। লঞ্চ মালিকরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা থাকলেও আপাতত ১০ জুন পর্যন্ত ভাড়া বাড়ানো হচ্ছে না।

জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে গতকাল সকাল ১০টা থেকে নগরীর বিভিন্ন সড়কে থাকা লঞ্চের বুকিং কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। নগরীর ফজলুল হক এভিনিউয়ে গিয়ে দেখা যায়, সুন্দরবন লঞ্চের বুকিং কাউন্টারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বাড়তে থাকে।

সুন্দরবন লঞ্চের মালিক কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, আগামী ১০ জুন পর্যন্ত আগের ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে। এরপর না পোষালে বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫