রংপুরে ছয়টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

প্রকাশ: মে ৩১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

রংপুরের বিভিন্ন নদ-নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধে যৌথ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত নগরীর হাজিরহাট দমদমা এলাকায় ঘাঘট নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। সময় বালি উত্তোলনে ব্যবহূত ছয়টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার উত্তম প্রসাদ জানান, দীর্ঘদিন ধরে অসাধু কিছু বালি উত্তোলনকারী নগরীর ভেতর দিয়ে প্রবাহিত ঘাঘট, কেডি খাল কুড়ি বিশ্বাসহ বিভিন্ন নদ-নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি তুলে বিক্রি করে আসছে। গতকাল বিকালে যৌথ অভিযান পরিচালনা করে হাজিরহাট বাজারসংলগ্ন পুরাতন ব্রিজ শেখটারি পয়েন্টে ছয়টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫