দৌলতদিয়ায় জনস্রোত

প্রকাশ: মে ৩০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

সাধারণ ছুটি শেষ হতে চলায় কর্মস্থলে ছুটছেন কর্মজীবীরা। গণপরিবহন বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি না মেনেই কর্মস্থলে যেতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি দিয়ে পদ্মা নদী পার হচ্ছেন তাদের অনেকেই। এতে গতকাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তৈরি হয় জনস্রোত। ভিড় সামাল দিতে দুপুরের পর থেকে ১০টি ফেরি দিয়ে যাত্রী যানবাহন পার করা হয় নৌরুটে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, গতকাল দুপুর পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাতটি ফেরি চলাচল করেছে। কিন্তু দুপুরের পর থেকে যাত্রী ব্যক্তিগত গাড়ির চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নৌরুটের ১০টি ফেরি চালু করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, মানুষকে ফেরিতে করে যেতে না দেয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। আমরা সকাল থেকে মানুষকে বুঝিয়ে যাচ্ছি। তবে যাত্রীরা নিয়ম মানতে নারাজ। হুড়োহুড়ি করেই ফেরিতে উঠছে।

            


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫