ইউএস-বাংলা

১ জুন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

প্রকাশ: মে ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী জুন থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু করার পরিকল্পনা নিয়েছে। আগামী জুন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা। এছাড়া কক্সবাজার, যশোর, বরিশাল রাজশাহী রুটে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। কভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে দুই মাসের অধিক সময়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে করোনাভাইরাসের বিস্তার লাভ করার পর বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে একের পর এক আন্তর্জাতিক রুট বন্ধ করতে হয়েছে, যা এখনো বর্তমান। বর্তমানে শুধু ঢাকা-গুয়াংজু রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

পরিবর্তিত পরিস্থিতির কারণে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সব যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভসসহ পাইলট, কেবিন ক্রুদের পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরিধান করাপ্রতিটি ফ্লাইটের আগে এয়ারক্রাফটকে জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া শেষে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ফ্লাইট পরিচালনা, ফ্লাইট সূচিতে ৪৫ মিনিট অন্তর ফ্লাইট নির্ধারণ, যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজিং করা, দেড় ঘণ্টার কম সময়ের ফ্লাইটে ইন ফ্লাইট ফুড সার্ভিস বন্ধ করা ইত্যাদি। সব স্বাস্থ্যবিধি মেনেই ইউএস-বাংলা এয়ারলাইনস জুন থেকে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের আসন গ্রহণ করতে হবে। ইউএস-বাংলা এয়ারলাইনস অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ড্যাশ -কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫