নওগাঁ চেম্বারের উদ্যোগে মাসব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু

প্রকাশ: মে ২৯, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

পরিবর্তনের লক্ষ্যে প্রগতির পথে আমরা’— স্লোগানকে সামনে নিয়ে ডেঙ্গুর হাত থেকে রক্ষার জন্য নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল চেম্বার ভবন থেকে কর্মসূচির উদ্বোধন করেন চেম্বার সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।

সময় অন্যান্যের মধ্যে চেম্বারের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, এমএ খালেকসহ চেম্বারের পরিচালক বাজারের বিভিন্ন সমিতির নেতারা উপস্থিত ছিলেন। পরে শহরের গোস্তহাটির মোড়, কাঁচা বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে ওষুধ প্রয়োগ করা হয়।

চেম্বার সভাপতি বলেন, প্রতি বছরের মতো বছরও চেম্বারের নিজ অর্থায়নে প্রায় সোয়া দুই লাখ টাকা ব্যয়ে দুটি ফগার মেশিন ওষুধ দিয়ে মাসব্যাপী ডেঙ্গু মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা হবে। সরকারের পাশাপাশি আমরা সমাজের বিভিন্ন সংগঠন বিত্তবানরা এগিয়ে আসি, তাহলে সমাজে কোনো দুর্ভোগ থাকবে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫