যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে

প্রকাশ: মে ২৯, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে সেখানেই। কভিড-১৯ রোগে মৃতের সংখ্যাও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। বিশ্বের প্রথম দেশ হিসেবে সেখানে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। খবর বিবিসি।

সর্বশেষ খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৪০ হাজার জন। এর মধ্যে মারা গেছেন লাখ হাজার জন। গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল।

করোনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে যে পরিমাণ মানুষ মারা গেছেন, তার সংখ্যা কোরিয়া, ভিয়েতনাম, ইরাক আফগানিস্তানে ৪৪ বছরের বেশি সময়ব্যাপী লড়াইয়ে মার্কিন সশস্ত্র বাহিনীর যত সদস্য নিহত হয়েছেন তার প্রায় সমান।

মোট মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী মৃত্যুর হারে বেলজিয়াম, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস আয়ারল্যান্ডের পর রয়েছে তারা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যে নতুন সংক্রমণ বেড়ে গেছে। এসব রাজ্যের মধ্যে রয়েছে নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন আরকানসাস। যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস ওয়াশিংটন ডিসির মতো মেট্রোপলিটন এলাকাগুলোয় আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। তবে নিউইয়র্কসহ কিছু জায়গায় মৃত্যুর হার কমে এসেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫