করোনার প্রভাবে মূল্যস্ফীতি বেড়েছে জাম্বিয়ায়

প্রকাশ: মে ২৯, ২০২০

বণিক বার্তা ডেস্ক

চলতি মাসে জাম্বিয়ায় বছরওয়ারি মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে দশমিক শতাংশীয় পয়েন্ট বেড়েছে। এপ্রিলে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ১৫ দশমিক শতাংশ। চলতি মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক শতাংশ। জাম্বিয়া স্ট্যাটিস্টিকস এজেন্সি তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া।

নভেল করোনাভাইরাস আঘাত হেনেছে আফ্রিকার দেশ জাম্বিয়ায়ও। বৈশ্বিক মহামারীতে অর্থনৈতিক সংকটে রয়েছে তারাও। অবস্থায় দেশটিতে খাদ্য খাদ্যবহির্ভূত উভয় ধরনের পণ্যেরই মূল্য বেড়েছে।

জাম্বিয়া স্ট্যাটিস্টিকস এজেন্সির তথ্য অনুযায়ী, চলতি মাসে দেশটিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এপ্রিলের ১৭ শতাংশ থেকে বেড়ে ১৭ দশমিক শতাংশে দাঁড়িয়েছে। আর খাদ্যপণ্যের বাইরে অন্যান্য পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৫ দশমিক শতাংশ, আগের মাসে যা ছিল ১৪ দশমিক শতাংশ।

এদিকে দেশটিতে মাসওয়ারি মূল্যস্ফীতি কমেছে। এপ্রিলের দশমিক শতাংশ থেকে তা চলতি মাসে দশমিক শতাংশে নেমে এসেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫