ভারতে আটক ‘গুপ্তচর’ কবুতর ফেরত চান পাকিস্তানি কৃষক

প্রকাশ: মে ২৮, ২০২০

বণিক বার্তা অনলাইন

পাকিস্তানের চর সন্দেহে ভারতে আটক একটি কবুতর ফেরত চেয়েছেন তার মালিক দাবিদার এক গ্রামবাসী। সীমান্ত থেকে মাত্র ৪ কিলোমিটার ভেতরে ওই পাকিস্তানি দাবি করেছেন, তার কবুতরটি ঈদ উদযাপন করতে ভারতে গিয়েছিল!

পুলিশ বলছে, কবুতরের পায়ে রিং পরা ছিল। এটির গায়ের একটি কোড লেখা আছে। তারা সেটির অর্থ উদ্ধারের চেষ্টা করছেন। মালিক দাবিদার ওই পাকিস্তানি অবশ্য বলছেন, ওটি কোড নয় তার মোবাইল নম্বর।

পাকিস্তানের দৈনিক পত্রিকা ডন জানিয়েছে, ওই ব্যক্তির নাম হাবিবুল্লাহ। তার ডজনখানেক কবুতর আছে। হাবিবুল্লাহ ডনকে বলেছেন, ওই কবুতর ছিল শান্তির প্রতীক। একটি অবলা নিষ্পাপ পাখিকে এভাবে হেনস্থা থেকে ভারতের বিরত থাকা উচিত।

ভারতশাসিত কাশ্মীরের সীমান্তবর্তী একটি গ্রামের বাসিন্দারা গত সোমবার কবুতরটি আটক করে। পরে সেটি পুলিশে সোপর্দ করেন তারা।

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি চর সন্দেহে কবুতর আটক করার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। ২০১৫ সালের মে মাসে সীমান্তবর্তী একটি গ্রামের ১৪ বছর বয়সী এক বালক একটি সাদা কবুতর দেখে প্রশাসনকে জানায়। 

২০১৬ সালের অক্টোবরে আরেকটি কবুতর আটক করা হয়। এটির পায়ে বাঁধা একটি কাগজে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে বার্তা লেখা ছিল।

সূত্র: বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫