যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছাড়িয়েছে

প্রকাশ: মে ২৬, ২০২০

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুসারে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ জনে। এদিন নতুন করে ৬ হাজার ৭৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ২২৫ জন।

ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৩ হাজারে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪ লাখ ৬৮ হাজার ৬৬৯ জন। আক্রান্তদের মধ্যে ১৭ হাজার ১৪৭ জনের অবস্থা গুরুতর। দেশটির প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৫ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর প্রতি ১০ লাখে মারা গেছে ৩০২ জন।

বিশ্বের মধ্যে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ১ কোটি ৫২ লাখ ৭১ হাজার ১০৯ জনের করোনা পরীক্ষা করেছে। দেশটি প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৪৬ হাজার ১৬৩ জনকে পরীক্ষা করেছে।

সবচেয়ে বেশি নিউইয়র্কে ৩ লাখ ৭২ হাজার ৪৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৩১০ জন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫