কভিড-১৯: বিধিনিষেধ শিথিল করলো নিউজিল্যান্ড

প্রকাশ: মে ২৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় জনসমাগমের আরোপিত বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আজ সোমবার এ কথা জানান। খবর রয়টার্স।

অত্যাবশ্যকীয় জনসমাগমের ক্ষেত্রে নিউজিল্যান্ডে এতদিন কোথাও ১০ জনের বেশি একত্র হওয়ার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় বর্তমানে এ সংখ্যা বাড়িয়ে ১০০ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন জানান, দেশটিতে সতর্কতার মাত্রা লেভেল ২ থেকে লেভেল ১-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা ২২ জুন থেকে কার্যকর হয়েছে বলে ধরে নেয়া হবে।

প্রসঙ্গত, পরিস্থিতি এক দফা নিয়ন্ত্রণে চলে আসার পর আকস্মিকভাবে সংক্রমণ দেখা দেয়ায় নিউজিল্যান্ডে গত ৮ জুন থেকে দ্বিতীয় পর্যায়ের সতর্কতা আরোপ করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫