পুলিশকে ফাঁকি দিলেও করোনাকে ফাঁকি দেয়ার সুযোগ নাই : কাদের

প্রকাশ: মে ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

যারা পুলিশকে ফাঁকি দিয়ে নানান কৌশল নিয়ে স্বাস্থবিধি না মেনে স্থানান্তরিত হচ্ছেন তাদের মনে রাখা উচিত পুলিশকে ফাঁকি দিলেও করোনা ও মৃত‌্যুকে ফাঁকি দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাই বলবো, সংক্রমণ ও মৃত‌্যু যেন নতুন ট্রাজেডি নিয়ে না আসে, তা মাথায় রেখে স্বাস্থ‌্যবিধি মেনে আমাদের সবাইকে ঈদ উদযাপন করতে হবে।’

আজ শনিবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর সমাগত। এবার ঈদ এসেছে ভিন্ন বাস্তবতায়। ঈদের হাটে-বাজারে কিংবা বিভিন্নস্থানে বরাবরের মতো মেলা বসা ও এ ধরনের উদযাপনে এবার উদ্বেগের কারণ রয়ে গেছে। যে যেখানেই ঈদ করি সংক্রমন রোধে সচেতন হই।

ঈদের প্রাক্কালে বিশেষ করে ঘুর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন‌্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

করোনাভাইরাস সারাবিশ্বকে বদলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা পরবর্তী জীবন আর এমন থাকবে না। পরিবর্তিত পরিস্থিতি কেমন হবে সেটা নিয়ে অনিশ্চিয়তার কালো মেঘ থেকেই যাচ্ছে। তবু জীবন থেমে থাকবে না। জীবন বহতা নদীর মতো বদলে যাওয়া পৃথিবীতে নতুন পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, বাঁচতে হবে।’

তিনি বলেন, ‘করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতা সময়ের চহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে জীবন ও জীবিকার প্রয়োজনে। প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম‌্যমূলক পদক্ষেপ নেয়ার বিকল্প নেই। আমাদের এখন নিজেদের বাঁচতে হবে। বেঁচে থাকার প্রয়োজনে মেনে চলতে হবে স্বাস্থ‌্যবিধি।’

জাতি হিসেবে আমাদের ‘বিশৃঙ্খলা-বিভেদ’ করোনা সংক্রমণকে সর্বগ্রাসী ও বিধ্বংসী করতে পারে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা মোকাবিলায় ভিয়েতনাম, থাইল‌্যান্ড, দক্ষিণ কোরিয়া যা পারছে, আমরা কেন পারবো না। জীবন বাঁচানো এখন অগ্রাধিকার আবার জীবন বাঁচাতে জীবিকাও সচল রাখতে হবে। আর এজন‌্য প্রয়োজন জীবন ও জীবিকার মাঝে সুসমন্বয়। এই সমন্বয় সাধনের জন‌্য শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে  যাচ্ছে। দুর্যোগের অনামিশা মানবতার বাতিঘর শেখ হাসিনা আপনাদের সাথে রয়েছে। সাহস ও মনোবল নিয়ে করোনাকে আমাদের মোকাবিলা করতে হবে। তাহলেই আমরা সফল হবো ‘

‘উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে’ বলে গণমাধ‌্যমে প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় মন্তব‌্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনার এই সংকটে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে পুরো গতিতে। মেট্রারেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মফুলী টানেল এলিভেটেট এক্সপ্রেস ওয়েসহ সব কাজও সীমিত অবস্থায় চলছে। ঈদের পর সব প্রকল্পের কাজ আরো গতি পাবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫