কেন্দ্রীয় ঔষধাগারে নতুন পরিচালক

প্রকাশ: মে ২৩, ২০২০

নভেল করোনাভাইরাসের মহামারী চলাকালেই চিকিৎসকদের সরকারি সুরক্ষা সামগ্রী বিতরণের দায়িত্বে থাকা বাংলাদেশ কেন্দ্রীয় ঔষাধাগারের (সিএমএসডি) পরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। 

বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফিরিয়ে দিয়ে তার স্থলে নতুন পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে।

শুক্রবার (২২ মে) আবু হেনা মোরশেদ জামানকে সিএমিএসডি’র পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পৃথক আরেকটি আদেশে উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত আদেশে বলা হয়, সিএমএসডি’র পরিচালকের দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে এই খুব শিগগিরই কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫