প্রধানমন্ত্রীর অনুদান

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে জিও জারি

প্রকাশ: মে ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ২৫ কোটি টাকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য বরাদ্দ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে গতকাল সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে (জিও) বিভিন্ন শ্রেণীর ৩২৭টি পৌরসভার অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে।

কভিড-১৯ পরিস্থিতির কারণে দেশের পৌরসভার নিয়মিত রাজস্ব আয় কমে যাওয়ায় প্রধানমন্ত্রী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ত্রাণ কল্যাণ তহবিল থেকে ২৫ কোটি টাকার অনুদান মঞ্জুর করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরার পরিপ্রেক্ষিতে অনুদান মঞ্জুর করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫