চট্টগ্রামে করোনা চিকিৎসায় হলি ক্রিসেন্ট হাসপাতাল চালু

প্রকাশ: মে ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

নানা জটিলতার অবসান ঘটিয়ে চট্টগ্রামে নভেল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য খুলশীর হলি ক্রিসেন্ট হাসপাতাল চালু করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের সার্বিক তত্ত্বাবধানে চালু হওয়া ১০০ শয্যার হাসপাতালে আইসিইউ সেন্ট্রাল অক্সিজেনসহ করোনা রোগীর চিকিৎসার জন্য আনুষঙ্গিক সব সুযোগ-সুবিধা যুক্ত আছে। গতকাল চসিক মেয়র নাছির উদ্দিন হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এসএম হুমায়ুন কবির, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. লিয়াকত আলী খান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি, বিএমএ সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, হলি ক্রিসেন্ট হাসপাতালটি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কভিড ইউনিট- হিসেবে পরিচালিত হবে। সূচি অনুযায়ী হাসপাতালটিতে সরকারিভাবে চিকিৎসক, নার্স জনবল কাজ করবে। এরই মধ্যে হাসপাতালে ২০ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো বেশকিছু ওয়ার্ডবয়, নার্স, স্টাফ নিয়োগ দেয়া হবে। চিকিৎসকরা এরই মধ্যে হাসপাতালে তাদের কর্মস্থলে যোগদান করেছেন। হাসপাতালটি একজন সহকারী পরিচালক বা তত্ত্বাবধায়কের অধীন পরিচালিত হবে।

চসিক মেয়র নাছির উদ্দিন বলেন, করোনা রোগীদের চিকিৎসা সংকট দুর্ভোগ লাঘবে নানা অনিশ্চয়তা কাটিয়ে হাসপাতালটি সরকারি ব্যবস্থাপনায় চালু করা হলো। বন্দরের অবস্থানসহ নানা সমীকরণে চট্টগ্রাম করোনার ডেঞ্জার জোন। সংকট মোকাবেলায় প্রয়োজন সমন্বিত প্রস্তুতি পরিকল্পনা। নভেল করোনাভাইরাস মহামারী আকারে রূপ নিলে শুরুতেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মাধ্যমে চিকিৎসাসেবা শুরু হয়। হাসপাতালে ১০টি আইসিইউসহ ১০০ শয্যার ব্যবস্থা রয়েছে।

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫