বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাল ডিএসই

প্রকাশ: মে ২২, ২০২০

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। সম্প্রতি ব্যবস্থাপনার পক্ষে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক। সময় তার সঙ্গে ছিলেন জেনারেল ম্যানেজার অ্যান্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।

এর আগে গত ১৮ মে ডিএসই পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বিএসইসি এই নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান। অভিনন্দনবার্তায় ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদে আপনার নিয়োগ নিঃসন্দেহে আপনার সম্ভাব্যতা দক্ষতা নিয়ে সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ। আমরা নিশ্চিত যে আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা দিকনির্দেশনায় পুঁজিবাজার আগামীতে আরো বেশি উচ্চতা সাফল্য অর্জন করবে। আপনার একাডেমিক রেকর্ড, দক্ষতা করপোরেট জগতের বহুমুখী পেশাদারিত্ব অভিজ্ঞতায় পুঁজিবাজারের গতিশীলতা অধিকতর স্বচ্ছতা আনয়ন করবে। একই সঙ্গে দেশের শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজার অংশীদারিত্ব হিসেবে কাজ করবে। যা দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে আরো বেশি উৎসাহিত করবে।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫