ইউনিভার্সেল মেডিকেল ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মধ্যে চুক্তি

প্রকাশ: মে ২২, ২০২০

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) মধ্যে এক দ্বিপক্ষীয় করপোরেট চুক্তি সম্পন্ন হয়েছে। গত বুধবার চুক্তিতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দীন আহমদ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

চুক্তির আওতায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সব কর্মকর্তা তাদের পরিবারের সদস্যরা এখন থেকে হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপসহ জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।

সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব . হারুন-অর-রশিদ বিশ্বাস, উপসচিব ধনঞ্জয় কুমার দাস, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব মো. শরীফুল আলম তানভীর। অন্যদিকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি, সিনিয়র ম্যানেজার একেএম সাহেদ হোসেন এবং সিনিয়র করপোরেট এক্সিকিউটিভ আমিনুল ইসলাম সুমন। বিজ্ঞপ্তি

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫