আম্পান মোকাবেলা

নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: মে ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় জনগণের পাশে থাকতে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভাপতির নির্দেশে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

গতকাল সকাল থেকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থেকে আম্পান মোকাবেলায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য দেশের বিভিন্ন জেলা নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।

সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫