প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিস্কুট বিতরণ শুরু

প্রকাশ: মে ২০, ২০২০

কূটনৈতিক প্রতিবেদক

কভিড-১৯-এর বিস্তার রোধে দেশব্যাপী বিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডব্লিউএফপি বাংলাদেশ সরকার কর্তৃক উচ্চশক্তিসম্পন্ন বিস্কুট বিতরণ শুরু হয়েছে। গতকাল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সরকারের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল- হোসেন বলেন, ডব্লিউএফপির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিহীনতা থেকে রক্ষা করতে পারছি এবং বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দিয়ে তাদের পরিবারের সদস্যদেরও সংকট মোকাবেলায় সহযোগিতা করতে পারছি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫