স্বাস্থ্যকর্মীদের বিনা মূল্যে টিকিট দেয়ার ঘোষণা নভোএয়ারের

প্রকাশ: মে ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক

নভোএয়ার করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী স্বাস্থ্যকর্মীদের বিনা মূল্যে আকাশপথের টিকিট দেয়ার ঘোষণা দিয়েছে। এর আওতায় ডাক্তার, নার্স চিকিৎসাসেবার সঙ্গে জড়িতরা করোনায় আক্রান্তদের চিকিৎসা সহায়তায় দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত যাতায়াত করতে পারবেন।

ফ্লাইট চালু হওয়া সাপেক্ষে জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোটি টাকা মূল্যের হাজারের অধিক টিকিট বিনা মূল্যে প্রদান করা হবে। এই সুবিধা পেতে নভোএয়ার ওয়েবসাইটে সংযুক্ত আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

বিষয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সামনে থেকে যেভাবে নিরলসভাবে সেবা দিচ্ছেন, তাদের জানাই গভীর শ্রদ্ধা। সারা দেশে চিকিৎসাসেবার কাজকে আরো বেগবান করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫