বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত

প্রকাশ: মে ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করে এ আইনের ৫(২) ধারা অনুসারে তার নিয়োগের তারিখ থেকে ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হল।

বিএইসি সূত্রে জানা গেছে প্রজ্ঞাপন জারির পর শিবলী রুবাইয়াত আজ বিকেলে কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। আজ থেকেই বিএসইসির চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ কার্যকর হচ্ছে।

প্রসঙ্গত, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএসইসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫