১৫ মে ভ্যাট সার্কেলসমূহ খোলা থাকবে

প্রকাশ: মে ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে ১৫ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ভ্যাট সার্কেলসমূহ খোলা রাখা হবে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. জামাল হোসেন (মূসক বাস্তবায়ন ও আইটি) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, প্রচলিত ভ্যাট আইন অনুযায়ী করদাতারা এপ্রিল/২০ কর মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ মে রাত ১২টা পর্যন্ত। সে লক্ষ্যে এনবিআর ১৫ মে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিধায় এদিন করদাতাগন কর্তৃক ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে ভ্যাট সার্কেল সমূহ জুমার নামাজের বিরতি রেখে বিকাল ৪টা (প্রয়োজনে বেশি সময়ও খোলা রাখা যাবে) পর্যন্ত খোলা রাখার সিদ্বান্ত গ্রহণ করেছে। বোর্ডের উক্ত সিদ্ধান্ত অনুযায়ী সার্কেল অফিসসমূহ খোলা রাখার জন্য বলা হলো। 

আদেশে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় কর্মকর্তারা করোনা সংক্রান্ত সতর্কতা-নিরাপত্তামূলক সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করবেন। কমিশনারগণ এই বিষয়টি মনিটরিং করবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫