সাগরে ভাসমান শরণার্থীদের উদ্ধারের আহ্বান ১৮ মানবিক সংস্থার

প্রকাশ: মে ০৯, ২০২০

সমুদ্রে আটকা পড়া শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জীবন বাঁচাতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগর অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ১৮টি মানবিক সংস্থা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাগুলো।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে কয়েকশ রোহিঙ্গা শরণার্থী সমুদ্রে আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সম্প্রতি ৪০০ শরণার্থীকে তাদের তীরে নামার অনুমতি দিয়েছে। তবে বর্তমান কভিড-১৯ সংকটের অজুহাত দেখিয়ে এ অঞ্চলের অন্যান্য সরকার শরণার্থীদের অবতরণ করার অনুমতি দিতে অনীহা প্রকাশ করছে। শরণার্থীবোঝাই কমপক্ষে দুটি নৌকাক অবতরণ করতে দেয়া হয়নি। কভিড-১৯-এ আশ্রয়প্রার্থীদের তীরে আশ্রয় না দেয়ার কোনো অজুহাত হতে পারে না এবং আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক, শরণার্থী ও সামুদ্রিক আইন অনুসারে দেশগুলো এ বিষয়ে তাদের দায়বদ্ধতা এড়াতে পারে না। লোকজনকে সমুদ্রে ঠেলে দেয়া পুনর্বাসনসংক্রান্ত্ত নীতি লঙ্ঘন করে। —বিজ্ঞপ্তি



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫